Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল ২০ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২১:১৫

উদীচীর সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক বদিউর রহমান।

ঢাকা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত ও অসম্পূর্ণ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন।

মঙ্গলবার (২০ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বদিউর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক বদিউর রহমান বলেন, ‘গত ৬, ৭ ও ‘৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ত্রয়োবিংশ জাতীয় সম্মেলন। সম্মেলনের তৃতীয় বা সমাপনী দিনের নির্বাচনি অধিবেশনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যার ফলে সম্মেলনের কাজ অসমাপ্ত ও অসম্পূর্ণ থেকে যায়। সম্মেলনের শেষ দিন সাংগঠনিক অধিবেশনের নির্বাচনি পর্বে নতুন কেন্দ্রীয় সংসদের প্রস্তাব উত্থাপনের পর নতুন প্রস্তাব আহ্বান করা হয়। এ সময় প্রতিনিধিদের পক্ষ থেকে বিভিন্ন পদে বেশকিছু নতুন প্রস্তাব আসে। আগে প্রস্তাবিত প্যানেল থেকেও ৯ জন তাদের নাম প্রত্যাহার করে নেন। ফলে, প্রস্তাবিত প্যানেলটি খণ্ডিত থেকে যায়।’

তিনি আরও বলেন, ‘অধিবেশনের সভাপতি প্রচলিত নির্বাচন পদ্ধতি (গোপন ভোট) অবলম্বন না করে এককভাবে ‘খণ্ডিত প্যানেল’ পাস করানোর উদ্যোগ নেন। একপর্যায়ে ‘বিষয় নির্বাচনি কমিটি প্রস্তাবিত প্যানেল’ পাস হয়েছে বলে ঘোষণা করা হয় এবং তাৎক্ষণিক কয়েকজনকে নিয়ে ‘শপথ’ করে সম্মেলনস্থল ত্যাগ করে চলে যান। এমন পরিস্থিতিতে বেশ কিছু বিক্ষুব্ধ প্রতিনিধি সম্মেলন-কক্ষের বাইরে আর একটি খণ্ডিত প্যানেল ঘোষণা করেন এবং শপথ পাঠ করেন। যা বিধিবহির্ভুত।’

বদিউর রহমান আরও বলেন, ‘এ অবস্থায় বর্তমানে উদীচীর কোনো বৈধ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সংসদ নেই। এরই মধ্যে সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি প্রতিনিধির মধ্যে প্রায় আড়াই শত প্রতিনিধি অসমাপ্ত ও অসম্পূর্ণ সম্মেলন গণতান্ত্রিকভাবে সমাপ্ত করার আহ্বান জানিয়ে সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন। তাই, উদীচী কেন্দ্রীয় সংসদের অচলাবস্থা নিরসনের উদ্দেশ্যে আগামী ২০ জুন শুক্রবার সকাল ১০টায় ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৬ষ্ঠ তলায় সোশ্যাল গার্ডেন-১ মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ত্রয়োবিংশ (২৩তম) জাতীয় সম্মেলনের অসমাপ্ত ও অসম্পূর্ণ নির্বাচনি অধিবেশন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

উদীচীর ত্রয়োবিংশ জাতীয় সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে উদীচীর একক এবং ঐক্যবদ্ধ ‘কেন্দ্রীয় সংসদ’ নির্বাচনে সহায়তা করার উদাত্ত আহ্বান জানান বদিউর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই

অধ্যাপক বদিউর রহমান উদীচী কাউন্সিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর