Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাক্ষী হিসেবে ইউএনবির সংবাদিক জাহাঙ্গীর আলমকে পুলিশের তলব, ক্র্যাবের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২১:৩৮

বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি ও ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম

ঢাকা: পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তদন্তে সাক্ষী হিসেবে বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি ও ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে পুলিশের তলবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

মঙ্গলবার (২০ মে) ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিজ্ঞাপন

ক্র্যাব নেতারা বলেন, ‘প্রতিবেদন প্রকাশের জেরে গঠিত তদন্ত কমিটি কোনো প্রতিবেদককে এভাবে তলব করতে পারে না। তারা (পুলিশ) আদালত নন। এটি অগ্রহণযোগ্য। কর্তৃপক্ষ এভাবে তলব না করে গোপনে সাংবাদিকের কাছে তথ্য-প্রমাণ চাইতে পারেন।’

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর পাঠানো ট্রাফিক পুলিশের চিঠিতে দেখা যায়, মো. মিনার হোসেন ফাহিম নামের এক ব্যক্তি ডিএমপির এসআই মেহেদী হাসান মিলন, এএসআই মো. শফিরুল ইসলাম ও কনস্টেবল গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ তদন্তে ২০ মে সকাল ১০টায় মিরপুর ট্রাফিক পুলিশের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানার কার্যালয়ে সাক্ষী হিসেবে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে নিজ আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও সাক্ষ্য প্রমাণসহ হাজির থাকার অনুরোধ জানায় পুলিশ।

তদন্তকারী কর্মকর্তার দফতর থেকে এর আগে নোটিশ ছাড়াই দুবার ফোনে যোগাযোগ করে দফতরের হাজির হয়ে সাক্ষী দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।

পুলিশকে তিনি জানিয়েছেন, তিনি ঘটনাটি ফাহিমের মুখ থেকে শুনেছেন। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। এখানে সাক্ষী দেওয়ার কিছু নেই। তা সত্ত্বেও মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় কর্মকর্তা দফতরের হাজির হয়ে সাক্ষী দেওয়ার জন্য নোটিশ পাঠনো হয়েছে।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম জানান, তিনি সকাল ১১টা ৫২ মিনিটে শাজাহানপুর থানা থেকে একটা ফোন পান। পুলিশ কর্মকর্তা তাকে সন্ধ্যায় থানায় গিয়ে চিঠিটি গ্রহণ করতে বলেন। যদিও হাজির হওয়ার সময় দিয়েছে সকাল ১০টা।

ক্র্যাব নেতারা বলেন, ‘সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তার দফতরে উপস্থিত হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। ডিএমপির এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থি। অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান ক্র্যাব নেতারা।

সারাবাংলা/ইউজে/এইচআই

ইউএনবি ক্র্যাব জাহাঙ্গীর আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর