ঢাকা: এনবিআর বিলুপ্তর অধ্যাদেশ বাতিল নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে এনবিআরের কর্মকর্তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলে বুধবার (২২ মে) ঢাকায় এনবিআর ভবনে ও ঢাকার বাইরে সারাদেশে প্রতিষ্ঠানটির নিজ নিজ দফতরে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মসূচিত পালিত হবে। দুপুর ১২টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২০ মে) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও দাবি আদায়ে বুধবার থেকে বড়ধরনের আন্দোলনে যেতে পারেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা- এমন ইঙ্গিত পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ (তের) সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে অর্থ বিভাগের সম্মেলেন কক্ষে অর্থ উপদেষ্টা এবং দু’জন সম্মানিত উপদেষ্টার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যগণ, জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আলোচ্য সভাটি ফলপ্রসূ হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল দুপুর ১২ টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ঢাকাস্থ দফতরসমূহের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ জাতীয় রাজস্ব বোর্ডের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সকল দফতরের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ দফতরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
এদিকে, দুপুরে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের কথাও শুনতে চাননি বলে জানা গেছে।
উল্লেখ্য, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত টানা ৫ দিন কলমবিরতি পালন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গেল বুধবার শুরু হওয়া ওই কলমবিরতি চলে সোমবার পর্যন্ত। অর্থ উপদেষ্টার ডাকে মঙ্গলবারের জন্যে কলমবিরতি স্থগিত করা হয়। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যযন্ত অবস্থান কর্মসূচি চলবে। দুপুর ১২ টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে ডাকা ৫ দিনের কলমবিরতি ও চলমান আন্দোলনে প্রায় ১১ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে তথ্য এসেছে। এই অন্দোলন অব্যাহত থাকলে রাজস্ব আয়ে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।