Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসী বরদাশত করবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২২:০৪ | আপডেট: ২১ মে ২০২৫ ০০:১৫

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসী বরদাশত করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত যৌথ সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইউনুস আহমেদ বলেন, ‘যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার করে ফ্যাসিবাদ জন্ম হবে। আবারও লুটেরা তৈরি হবে। দেশের টাকা বিদেশে পাচারের হিড়িক পড়বে। অন্তর্বর্তী সরকার কারও চাপে মাথা নত করে সংস্কারবিহীন নির্বাচন দিলে দেশের মানুষ তা বরদাশত করবে না।’

তিনি বলেন, ‘মানবিক করিডরের ইতিহাস ভালো না। যেখানেই মানবিক করিডর দেওয়া হয়েছে সেখানেই ঝামেলা হয়েছে। আর মানবিক করিডরসহ এসব স্পর্শকাতর বিষয়ে নতুন করে চুক্তি করা বর্তমান সরকারের কাজ নয়। সরকারকে দ্রুত এসব চুক্তি থেকে বের হয়ে আসতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।’

ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- এইচ এম মোস্তফা, আবদুল আউয়াল মজুমদার, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, মনির হোসাইন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম আশরাফি প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ নির্বাচন মাওলানা ইউনুস আহমেদ সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর