Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার ২ সিটি করপোরেশন নির্বাচন চেয়ে ইসিতে চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২২:২৪ | আপডেট: ২১ মে ২০২৫ ০০:১৫

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোশনের নির্বাচন চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মো. আনোয়ার।

মঙ্গলবার (২০ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বরাবর দেওয়া এই চিঠি ইসি’র প্রাপ্তি ও জারি শাখায় চিঠিটি জমা দেওয়া হয়েছে।

সিইসিকে লেখা চিঠিতে হোসাইন মো. আনোয়ার উল্লেখ করেন, ‘আমি হোসাইন মো. আনোয়ার, একজন সচেতন নাগরিক। জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী।’

চিঠিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মো. শেখ ফজলে নুর তাপসের মেয়াদ শুরু হয় ২০২০ সালের ১৬ মে এবং তিনি গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যায়। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ১৬ মে। গত ৫ আগস্ট তিনিও পালিয়ে যান এবং পরবর্তীতে গ্রেফতার হন।

এর পর ১৯ আগস্ট দুই সিটি করপোরেশনের মেয়র পদশূন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্বাভাবিক নিয়ম অনুসারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১৫ মে।

চিঠিতে ওই ব্যক্তি আরও বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত দুই কোটি জনগণ বাস করেন। যদি নির্বাচিত প্রতিনিধি না থাকে তাহলে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। এই বিশাল জনগোষ্ঠীর ভোগান্তির আর শেষ থাকে না। নির্বাচন না দিয়ে জনগণের দৈনন্দিন নাগরিক সেবা ব্যবহৃত হচ্ছে এবং মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে, যা নগর গঠনের মানবাধিকার লঙ্ঘনের শামিল।

এ জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/পিটিএম

এনসিপি কর্মী ঢাকা সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর