Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় বৃষ্টি নাকি শামসুজ্জামান দুদুর দেওয়া কর্মসূচি: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২২:২৭ | আপডেট: ২১ মে ২০২৫ ০০:১৫

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে নিয়ে মন্তব্য করেছিলেন, ‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে।’ পরে হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যের জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।’

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদুর এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।

এবার শামসুজ্জামান দুদুর দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেতা সারজিস আলম। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় পর পর দুটি স্ট্যাটাস দেন বিষয়টি নিয়ে।

মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। বৃষ্টির সঙ্গে শামসুজ্জামান দুদুর মন্তব্যকে মিলিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সারজিস আলম।

দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া সারজিস আলম সর্বশেষ পোস্টে বলেন, ‘ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি? Confused !’

এর আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন, ‘এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন!’

কয়েক ঘণ্টার মধ্যেই সারজিসের এই স্ট্যাটাস অনেক শেয়ার হয়ে যায়। সেখানেও বেশ কমেন্ট চলে আসে। এখন সারজিসের এই কমেন্ট নিয়েও চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে বাকবিতণ্ডা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি শামসুজ্জামান দুদু সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর