Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২২:৪২

মৃত আবুল কালাম আজাদ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আবুল কালাম আজাদ (৬০) নামের এক বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেছেন।

মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আবুল কালাম আজাদ মিরপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রহিম বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ মে) যশোর থেকে গড়াই পরিবহন বাসে নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে বের হন তিনি। ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকায় অজ্ঞান পার্টির লোকজন তাকে পানের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডা. হোসেন ইমাম সারাবাংলাকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষক্রিয়ায় তিনি মারা গেছেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম সারা বাংলাকে বলেন, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

অজ্ঞান পার্টি অজ্ঞান পার্টির খপ্পর কুষ্টিয়া মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর