ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় নির্বাচন ইস্যুতে আমরা নতুন করে বা হঠাৎ কিছু বলছি তা নয়। আমরা আগেও বলেছি। কিন্তু বর্তমান কমিশনের ওপর আস্থা রাখা যায় না। তাই আমরা দাবি করছি নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দেওয়ার।’
এনসিপি প্রধান বলেন, ‘আমরা বলছি ফ্যাসিবাদী আমলের নির্বাচন অবৈধ ছিল এবং ফ্যাসিবাদবিরোধী সবগুলো পক্ষ আমরা ওই আমলের নির্বাচন প্রত্যাখ্যান করছি। আমি তো বলতে পারি না, সেই নির্বাচনের বৈধ প্রার্থী। এটা আসলে দ্বিচারিতা।’
দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, এ জন্য অনতিবিলম্বে স্থানীয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন এই কমিশনের পক্ষে দিয়ে দেওয়া সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের ওপর আমরা সেই আস্থা রাখতে পারছি না। তারা পক্ষপাতমূলক আচারণ করছে।’
বর্তমান নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব আমলে নেয়নি জানিয়ে নাহিদ বলেন, ‘তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেও ত্রুটি রয়েছে। ফলে আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নতুন স্থানীয় সরকার নির্বাচন হলে নতুন জনপ্রতিনিধি আসবে, নাগরিক সমস্যাগুলোও লাঘব হবে।’
সংবাদ সম্মেলনে বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির একটি বড় রাজনৈতিক দল হিসেবে যে পরিপক্কতা দেখানো দরকার ছিল, সেটি আমরা দেখাতে পারছি না।’