Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২৩:১০ | আপডেট: ২০ মে ২০২৫ ২৩:১৬

মরদেহ। প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানে বাড়ির ছাদের ওপর আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াম আহমেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে শহরের নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির ছাদের ওপর আম পাড়তে যায় পিয়াম আহমেদ। এ সময় লাঠি দিয়ে আম পাড়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ঘটনাস্থলেই মারা যায় পিয়াম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, ‘হাসপাতালের আনার পথেই মৃত্যুবরণ করেন তিনি।’

সারাবাংলা/এইচআই

বান্দরবান বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর