Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বৈঠক ২৯ মে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ২১ মে ২০২৫ ০০:০৩

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

আগামী ২৯ মে (বৃহস্পতিবার) দুপুর টায় বিএসইসির উদ্যোগে মতবিনিময় সভাটি কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এছাড়াও, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় উপস্থিত থাকবেন। বিএসইসি মুখপাত্র ও পরিচালক আবুল কালাম সারা বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সভার উদ্দেশ্য বিষয়ে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কারের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাজ করে যাচ্ছে। বিএসইসি’র পাশাপাশি সরকারও দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কারের বিষয়ে অত্যন্ত আন্তরিক। পুঁজিবাজারের অংশীজনদের মতামত এবং তাদের সঙ্গে নিয়েই বাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার বাস্তবায়ন সম্ভব বলে বিএসইসি মনে করে।

সংস্কারের চলমান প্রক্রিয়া অনুসরণ করে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত, অংশগ্রহণ ও সহযোগিতায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ পুঁজিবাজার গড়ে তুলতে বিএসইসি বদ্ধ পরিকর। সাধারণ বিনিয়োগকারী দেশের পুঁজিবাজারের প্রাণ। কমিশন তাদের মতামতকেও গুরুত্ব দিচ্ছে। মতবিনিময় সভায় পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।।

এতে আরও বলা হয়, মতবিনিময় সভাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের জন্য বিনিয়োগকারীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে সভায় অংশগ্রহণের সম্মতি প্রকাশ করে তাদের নাম-পরিচয় ও যোগাযোগের ফোন নম্বরসহ বিস্তারিত উল্লেখ করে সংগঠনের প্যাডে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বরাবর কমিশনের দাফতরিক ইমেইল ঠিকানায় ([email protected]) চিঠি পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

২৯ মে ড. আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টা বিনিয়োগকারী বিশেষ সহকারী বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর