Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৯ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ২০ মে ২০২৫ ২৩:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সদর উপজেলা ও সলঙ্গা থানার দুটি ইউনিয়নের তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছে জেলা বিএনপি।

সোমবার (১৯ মে) রাতে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ সই করা পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম।

এ ছাড়া সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদার, সদস্য আল আমিন হোসেন, সদস্য নান্নু মিয়া ও একই ইউনিয়ন ছাত্রদলের সদস্য বাকিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছোনগাছা ইউনিয়ন বিএনপির নেতা ওমর ফারুক, ওয়ার্ড বিএনপির নেতা লিটন মিয়া ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতা আমিরুল ইসলামকে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে আগামী ৩ দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যাথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

ছাত্রদল বিএনপি সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর