ঢাকা: ইসি পুনর্গঠনের দাবিতে আজ বুধবার (২১ মে) বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২১ মে) সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি হবে। এনসিপি’র অভিযোগ, সংস্কার কমিশনের প্রস্তাব আমলে না নিয়ে বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করে আরও বলেন, নির্বাচন কমিশন একটি বড় রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটির ‘অবৈধ’ নির্বাচন নিয়ে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকাই দায়ী।
তিনি বলেন, ‘ওই নির্বাচন নিয়ে মামলায় নজিরবিহীনভাবে নির্বাচন কমিশন লড়েনি। ফলে একতরফা রায় দেয়া হয়েছে। রায়ের পরে উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে তারা মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে। এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। এর আগেও আমরা দেখেছি, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছেন, যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের মিল রয়েছে।’
আখতার হোসেন আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের সময়ে প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন-২০২২ দিয়েই গঠিত, যা তখন সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল। এ ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই এই নির্বাচন কমিশন গঠন করা হয়।’
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে। বর্তমান কমিশনের উপর আস্থা রাখা যায় না।’
ইসি পুনর্গঠনের দাবিতে এনসিপি’র বিক্ষোভ কর্মসূচি আজ
স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ০৯:০৬ | আপডেট: ২১ মে ২০২৫ ০৯:০৮
২১ মে ২০২৫ ০৯:০৬ | আপডেট: ২১ মে ২০২৫ ০৯:০৮
সারাবাংলা/এনএল/এনজে