Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল ২০২৫
প্লে-অফে সাকিব-মিরাজদের প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫ ০৯:৩৯

সাকিব ও মিরাজ

পিএসএলের শেষভাগে দল পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ দুইজনই খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। গ্রুপ পর্বের লড়াই শেষে লাহোর পৌঁছে গেছে প্লে-অফে। প্রথম এলিমিনেটরে লাহোরের প্রতিপক্ষ করাচি কিংস।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ব্যাট হাতে গোল্ডেন ডাক মেরেছিলেন সাকিব, বল হাতেও ছিলেন উইকেটশূন্য। তবে তার দল এই ম্যাচে জিতেই পা রাখেন প্লে-অফে।

বিজ্ঞাপন

প্লে-অফ নিশ্চিত করার পরপরই মেহেদি হাসান মিরাজকেও দলে নেয় লাহোর। প্লে-অফের আগেই বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি, দলের সঙ্গেও যোগ দেবেন দ্রুতই।

গ্রুপ পর্ব শেষে চতুর্থ স্থানে থেকে প্লে-অফে উঠেছে লাহোর। প্লে-অফের প্রথম এলিমিনেটরে ২২ মে লাহোর খেলবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা করাচি কিংসের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল খেলবে ২৩ মে প্রথম কোয়ালিফায়ারে কোয়েটা গ্লাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচের পরাজিত দলের বিপক্ষে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের সঙ্গে খেলবে এই আসরের ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। প্লে-অফের সব ম্যাচ ও ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সারাবাংলা/এফএম

পিএসএল ২০২৫ মেহেদি মিরাজ লাহোর কালান্দার্স সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর