Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে ঢাকা ৩য়, শীর্ষে লাহোর

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ০৯:৩৪ | আপডেট: ২১ মে ২০২৫ ১২:১৫

বায়ুদূষণ।

ঢাকা: বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা।

বুধবার (২১ মে) সকালে ঢাকার বায়ুমান আবারও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

তবে গত কয়েক দিন শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল বৃষ্টির কারণে। এদিন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে দূষণের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, একিউআই ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তারা পরামর্শ দেন, বায়ুদূষণ কমাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেমন:

  • পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার।
  • শিল্প কারখানায় দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা।
  • বনায়ন ও সবুজায়ন বৃদ্ধি।
  • জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা গ্রহণ।
  • এই পরিস্থিতিতে নাগরিকদের উচিত বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করা, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য মাস্ক ব্যবহার আবশ্যকীয়।

বায়ুদূষণ একটি বৈশ্বিক সমস্যা, যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় উদ্যোগের সমন্বয় প্রয়োজন।

সারাবাংলা/এফএন/এনজে

ঢাকা বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর