Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশন ভবনে বাড়তি নিরাপত্তায় যৌথবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১২:০৫ | আপডেট: ২১ মে ২০২৫ ১৬:০৪

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা রক্ষায় পুলিশের অবস্থান। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

‎বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় অবস্থান নিয়েছে পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাটাতারের ব্যারিকেড।

‎পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র‍্যাব এবং সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

‎নিরাপত্তার বিষয়ে পুলিশের ‎উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) ইবনে মিজান বলেন, নির্বাচন ভবনের সামনে পুলিশ ও এপিবিএন রয়েছে। এলাকার আশপাশে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যরা টহলে রয়েছে।

‎উল্লেখ্য, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঙ্গলবার রাতে বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যে জাতীয় নাগরিক পার্টি এ ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাকা দিয়েছে।

‎অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। তিনি বলেন, এই দাবিতে এনসিপি বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে।

বিজ্ঞাপন

এদিকে সংবাদ সম্মেলনে বিক্ষোভের সময় সকাল ১১টা হলেও পরে এনসিপি থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিক্ষোভের সময় দুপুর ১২টা করা হয়।

‎সারাবাংলা/এনএল/ইআ

নির্বাচন ভবন বাড়তি নিরাপত্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর