Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত থেকে ভারত-পাকিস্তানের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৫ ১২:২৪ | আপডেট: ২১ মে ২০২৫ ১৪:৩৭

ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যেও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনী। মঙ্গলবার (২০ মে) উভয় দেশের সামরিক অপারেশনের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে সর্বশেষ যোগাযোগে উভয় পক্ষ সীমান্তের অগ্রবর্তী অবস্থান থেকে ৩০ মে-এর মধ্যে অতিরিক্ত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। যদিও এই সিদ্ধান্ত নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের সংবাদের বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সংবাদসংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, দুই দেশ সম্মত হয়েছে যে, সাম্প্রতিক সংঘাতের সময় মোতায়েন করা অতিরিক্ত সেনা এবং অস্ত্রসজ্জা মে মাসের শেষ নাগাদ ধাপে ধাপে প্রত্যাহার করা হবে এবং তা সময়ের মধ্যে শান্তিকালীন অবস্থানে ফিরে যাবে।

এই পদক্ষেপ নেওয়া হচ্ছে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সংঘাতপূর্ণ এলাকায় উত্তেজনা হ্রাসের উদ্দেশ্যে। গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীও জানায়, দুই পক্ষই সীমান্ত ও অগ্রবর্তী এলাকা থেকে সেনা হ্রাসে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

পাকিস্তানি কর্মকর্তা আরও জানান, যদিও এসব পদক্ষেপ ১০ দিনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা ছিল, কিছু ছোটখাটো জটিলতায় তা কিছুটা বিলম্বিত হয়েছে। পাশাপাশি, দুই দেশই অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে বলেই নিয়মিত বিবৃতি দেওয়া থেকে বিরত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকর হয়, যখন দুই দেশই পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ৬ ও ৭ মে রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যার জবাবে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে।

এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান উপযুক্ত ও কড়া প্রতিক্রিয়া দেবে। তিনি আরও জানান, পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না।

সারাবাংলা/এনজে

ভারত-পাকিস্তান সীমান্ত সেনা প্রত্যাহার

বিজ্ঞাপন

ঢাকায় স্বস্তির বৃষ্টি
২১ মে ২০২৫ ১৬:৪৯

আরো

সম্পর্কিত খবর