Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১২:৩০

মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

বুধবার (২১ মে) সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জমায়েত হন।
পরে সেখান থেকে তারা মৎস্য ভবনের মোড়ে অবস্থান নেন।

এদিকে আজ নগর ভবনের সামনের সড়ক ফাঁকা দেখা গেছে। নগর ভবনের প্রধান ফটকের সামনে অস্থায়ী মঞ্চও তুলে নেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা বলেন, ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ দুপুরে হওয়ার কথা। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার (২০ মে) বিকেলে নগর ভবনের সামনে অস্থায়ী মঞ্চ থেকে সাবেক সচিব মশিউর রহমান বলেন, আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এরমধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি দেব।

উল্লেখ্য, গত বুধবার থেকে ইশরাককে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির মেয়র নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। গত ৫ আগষ্টের পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও শপথ অনুষ্ঠান এখনো হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/ইআ

অবস্থান কর্মসূচি ইশরাক সমর্থক মৎস্য ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর