Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎প্লট বরাদ্দে অনিয়ম: মির্জা আব্বাসের মামলা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১২:৫৮ | আপডেট: ২১ মে ২০২৫ ১৪:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: সাংবাদিকদের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (২১ মে) দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর ৮ নম্বরে সাত একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। তারা হলেন– সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) আজহারুল হক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনুসর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।

২০১৫ সালের ১২ জানুয়ারি আজহারুল হককে বাদ দিয়ে মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম অন্তর্ভুক্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হামিদুল হাসান। ২০১৭ সালের ২০ অক্টোবর মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪।

২০১৬ সালের ৮ ডিসেম্বর মামলাটি বাতিলের জন্য ফৌজদারি রিভিশন মামলা করেন মির্জা আব্বাস। একই বছরের ১৪ ডিসেম্বর মামলাটি কেন বাতিল করা হবে না, সেই মর্মে রুল ও তিন মাসের স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ২০১৯ সালের ১৩ মে ওই রুল খারিজ করে দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

আদালত বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

ঢাকায় স্বস্তির বৃষ্টি
২১ মে ২০২৫ ১৬:৪৯

আরো

সম্পর্কিত খবর