দীর্ঘ এক লড়াই শেষে মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপা লিগের ফাইনাল। আজ রাতের ফাইনালে মুখোমুখি দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। এক নজরে দেখা নেওয়া যাক আজকের ফাইনালের আদ্যোপান্ত।
স্পেনের ক্লাব অ্যাটলেটিক বিলবাওয়ের মাঠ স্যান মেমেস স্টেডিয়ামে আজ রাত ১টায় অনুষ্ঠিত হবে এই মৌসুমের ইউরোপা লিগের ফাইনাল। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৫৫ হাজার। ফাইনালে মুখোমুখি প্রিমিয়ার লিগের দুই দল ইউনাইটেড ও টটেনহাম।
এই মৌসুমে প্রিমিয়ার লিগের তলানিতে আছে ইউনাইটেড ও টটেনহাম দুই দলই। অল্পের জন্য রেলিগেশন থেকে বেঁচে গেছে দুই ক্লাবই। এই মুহূর্তে ইউনাইটেড আছে ১৬তম অবস্থানে, টটেনহামের অবস্থান ১৭।
তবে ইউরোপা লিগে দুই দলের ভিন্ন রূপ দেখেছে ফুটবল বিশ্ব। টুর্নামেন্টজুড়ে দাপটের সঙ্গে খেলেই ইউনাইটেড ও টটেনহাম পৌঁছে গেছে ফাইনালে। এই মৌসুমে একমাত্র দল হিসেবে ইউরোপিয়ান ফুটবলে অপরাজিত আছে ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে শীর্ষ ৫ এ না থাকায় পরের মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে খেলার জন্য আজকের ফাইনালটা মহা গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই। ইউরোপা লিগের ফাইনাল জিতেই পরের মৌসুমে চ্যাম্পিয়ন লিগে খেলা নিশ্চিত করতে চায় ইউনাইটেড ও টটেনহাম।
বাংলাদেশ থেকে ইউরোপা লিগের ফাইনাল উপভোগ করা যাবে সনি স্পোর্টস টেন-২তে। এছাড়াও অনলাইনে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন ভক্তরা। অনলাইনে খেলাটি সম্প্রচার করবে টিএনটি স্পোর্টস, স্কাই মিডিয়া। এছাড়াও ডিসকভারি অ্যাপসেও দেখা যাবে এই ফাইনাল।