ঢাকা: বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর কাকরাইল, মৎস ভবন মোড় ও পল্টন এলাকায় অবস্থান কর্মসুচি পালন করছেন। ফলে যান চলাচল করতে না পারায় রূপ নিয়েছে তীব্র যানজটে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।
বুধবার (২১ মে) সকাল থেকে এখন পর্যন্ত কাকরাইল, মৎস ভবন মোড় ও পল্টন এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ সময় আন্দোলনকারীদের ‘নো মোর আসিফ’ সহ আরও স্লোগান দিতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, কাকরাইল, মৎস ভবন মোড় ও পল্টন এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ পালন করছেন। ফলে এসব এলাকার আশেপাশের সড়ক গুলোতে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তি নিয়ে গন্তব্যে ছুটছেন সাধারন মানুষ।

আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন দেখা গেছে। ছবি: সারাবাংলা
আন্দোলনকারীরা বলেন, আমরা ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়িয়ে ঘরে ফিরব না। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। অন্যায়ভাবে আমাদের নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়া হবে।
এদিকে, আন্দোলনকারীদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীদের।
এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে নগর ভবনের সামনে অস্থায়ী মঞ্চ থেকে সাবেক সচিব মশিউর রহমান বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে বুধবার আরও কঠোর কর্মসূচি দেব।
গত বুধবার থেকে ইশরাককে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। এরপর নগর ভবনের প্রায় ৪৩টি দরজায় তালা ঝুলিয়ে দেন আন্দোলন কারীরা। ফলে নগর ভবনের ভেতরে কর্মকর্তারা ঢুকতে না পারায় বন্ধ থাকে সেবা ও দাফতরিক কার্যক্রম।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির মেয়র নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। গত ৫ আগষ্টের পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও শপথ অনুষ্ঠান এখনও হয়নি।