ঢাকা: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এনসিপি’র ইসি পুনর্গঠনের দাবির বিষয়টি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে কোনো মতামত নেই। তবে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে-পরে হবে তা সরকারের উপরই নির্ভর করছে বলে জানান এ নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার আগে করার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে, তিনি এসব কথা বলেন।
বুধবার (২১ মে) সকালে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয় নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে। চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সভায়।
এ সময় ইসি পদত্যাগের দাবিতে নির্বাচন ভবনের বাইরে এনসিপি’র দাবি নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে প্রশ্ন করলে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।’
এ বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। এরইমধ্যে বিএনপি দ্রুত নির্বাচন করার দাবি করে আসছে। আর এনসিপি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছে।
স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবির বিষয়ে তিনি বলেন, ‘এ সিকুয়েন্সিং অব ইলেকশন, কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা ইসির হাতে নেই। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে। ইসির দায়িত্ব নির্বাচন অনুষ্ঠিত করা।’
ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গেজেট করে ইসি। এরপর আর আপিল না করায় তা নিয়ে সমালোচনাও চলছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনী সব ধরনের আইনবিধি পযালোচনা করা হয়েছে, তাতে ইসির পক্ষভুক্ত হওয়ার সুযোগ নেই। এছাড়া অতীতেও ইসি’র এ ধরনের পক্ষভুক্ত হওয়ার নজির নেই।’
‘আগে জাতীয় না স্থানীয় নির্বাচন, নির্ভর করছে সরকারের ওপর’
স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৫:০৪ | আপডেট: ২১ মে ২০২৫ ১৭:৫২
২১ মে ২০২৫ ১৫:০৪ | আপডেট: ২১ মে ২০২৫ ১৭:৫২
সারাবাংলা/এনএল/এসডব্লিউ