Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-মেয়েসহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের ৯ হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৫:১৭ | আপডেট: ২১ মে ২০২৫ ১৬:৪২

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

ঢাকা: স্ত্রী-মেয়েসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে রাজ্জাকের নামে রয়েছে চারটি হিসাব।

বুধবার (২১ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আব্দুল মালেক।

রাজ্জাকের চারটি ব্যাংকে হিসাবে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর চারটি ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা ও তার মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার হিসাবে ২৮ লাখ টাকাসহ মোট এক কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে।

আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক ও তার অন্যান্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানে আব্দুর রাজ্জাকের নিজ নামে ও স্ত্রী-মেয়ের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর করার প্রচেষ্টা করতে পারেন। তাই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এমপি

আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক