Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদ স্থগিত

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৫:২৩ | আপডেট: ২১ মে ২০২৫ ১৬:৫৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহ।

বরিশাল: জুলাই আন্দোলনের নয় মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহ’র পদ স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান, মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, মুখপাত্র সুমি হকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বরিশাল জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, গত ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মারজুক আব্দুল্লাহ বাদী হয়ে নামধারী ২৪৭ জন এবং অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন বিএনপি নেতা, সাংবাদিক, জেলে ও কৃষকদের আসামি করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের অবগত না করে সংগঠনের পদ ব্যবহার করে মামলা দায়ের করায় মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলার দায়িত্বশীলদের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য শোকজ নোটিশ দিয়েছিলেন সংগঠনের জেলার মুখপাত্র সুমি হক।

বিজ্ঞাপন

নোটিশ প্রাপ্তির পর সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় মঙ্গলবার রাতে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারজুক আব্দুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

পদ স্থগিতের ব্যাপারে জানতে মারজুক আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সারাবাংলা/এসডব্লিউ

পদ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর