Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদা দাবি করায় বিএনপির আরেক নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৬:২৭ | আপডেট: ২১ মে ২০২৫ ১৬:৫৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা: চাঁদা দাবি করায় রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলমকে বহিষ্কার করেছে বিএনপি। একই অপরাধে বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটি।

বুধবার (২১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপত্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়- চাঁদা দাবীসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রাজশাহী মহানগরের অধীন রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রবিউল আলম-কে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- চাঁদা দাবীসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এজেড/এমপি

চাঁদাবাজি বিএনপি নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর