ঢাকা: আইন, অর্থ ও পরিকল্পনা এই তিন উপদেষ্টাকে বিএনপিপন্থী আখ্যা দিয়ে পদত্যাগ করাতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২১ মে) ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১১টা থেকে দুপুরে ২টা পযন্ত বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সমাবেশে সমাপনী বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইসি পুনর্গঠন না হলে বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাবে না এনসিপি। অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র বলে মন্তব্য করেন এ এনসিপি নেতা।
সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে উপদেষ্টাদের মধ্যে যারা ‘বিএনপির মুখপাত্রদের’ পদত্যাগ করাতে বাধ্য করা করা হলে বলে জানান তিনি।
এনসিপি’র এ মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘বাংলাদেশে এডুকেশন ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদউদ্দিন ভাই (উপদেষ্টা) কাজ করছেন, দেশে ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালেহ উদ্দিন ভাই (উপদেষ্টা) কাজ করছেন। আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগে করাতে বাধ্য হবো।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় কোনো নির্বাচন হবে না। এনসিপি নেতারা যতদিন আছে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না।’
আওয়ামী নিষিদ্ধের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি চেয়েছিলাম, নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নির্বাচন কমিশন ও সংবিধান নিষিদ্ধ হয়নি।’
উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেন পাটোয়ারী। তিনি বলেন, ‘(জুলাই ঘোষণাপত্র নিয়ে) আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন, ঘোষণাপত্র দেবে। একবার মূলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে; ঘোষণাপত্র দেবেন বলেছিলেন, উনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবার যদি হেরফের হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না।’
তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে আপনি বেঈমানি করেছেন। এ বেঈমানি নিয়ে আপনি সরকারি অফিসে আসতে পারেন না। আমরা আপেক্ষা করছি, ঘোষণাপত্র হবে, ইসি পুনর্গঠন হবে, স্থানীয় নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে এবং সুন্দর বাংলাদেশ পাবো।’