Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনৈতিক উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে: সৈয়দ সাদাত আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ২১ মে ২০২৫ ১৭:৫৪

ঢাকা: অর্থনৈতিক উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদ।

বুধবার (২১ মে) বন্দরনগরী চট্টগ্রামের কদমতলীতে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘গ্লোবাল ইসলামী ব্যাংক সাধারণ জনগণকে ইসলামী শরীয়াহ মোতাবেক একটি পরিচ্ছন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করছে’ উল্লেখ করে সৈয়দ সাদাত আহমেদ বলেন, বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীরা শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং লেনদেন করতে আগ্রহী। সেক্ষেত্রে তারা গ্লোবাল ইসলামী ব্যাংকের সেবা পেয়ে উপকৃত হবে।

ব্যাংক ও সেবাগ্রহীতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পর্ক বহুদূর এগিয়ে যাবে বলেও এ সময় উল্লেখ করেন সৈয়দ সাদাত আহমেদ।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও ম্যানেজার ও জোনাল হেড মো. আকতার হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা,গ্রাহক-শুভান্যুধ্যায়ী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে অন্যান্য অতিথিদের নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক কদমতলী উপশাখার উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা।

সারাবাংলা/আরএস

গ্লোবাল ইসলামী ব্যাংক বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর