Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসির সামনে নূরের বিশৃঙ্খলা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৭:১৬ | আপডেট: ২১ মে ২০২৫ ১৯:১৯

নগর ভবনের সামনে নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে জানিয়েছে ডিএনসিসি।

ঢাকা: পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনের সামনে নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২১ মে) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ার জন্য গত ১৮ মে মুঠোফোনে কল করে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই মর্মে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন।

তার প্রেক্ষিতে গত মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ডিএনসিসি নুরুল হক নূর বিশৃঙ্খলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর