Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়লেও আপাতত নেই বন্যার শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৭:১৩

সুনামগঞ্জের সুরমা নদীতে পানির উচ্চতা বাড়ছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে গত তিনদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে জেলার সকল নদ-নদীর পানি। এতে বন্যা আতঙ্ক নিয়ে সময় পার করছেন ভাটি অঞ্চলের মানুষরা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, এখন পর্যন্ত জেলায় বন্যার কোনোও শঙ্কা নেই।

জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৮৮ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১৮২ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি এই জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দ্রুত গতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে আর উৎকণ্ঠায় সময় পার করছেন জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

সীমান্তবর্তী তাহিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে আমরা অনেক আতঙ্কে আছি। বন্যা হলে আমাদের কষ্টের শেষ থাকে না।’

সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা রুজেল মিয়া বলেন, ‘প্রতিনিয়ত নদ-নদীর পানি বাড়ছে। এতে আমরা উৎকণ্ঠায় আছি। কারণ বন্যার সুযোগ নিয়ে এখানকার দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সকল নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এখনো জেলার সকল হাওরে পানি ধারণের যথেষ্ট জায়গা আছে।’

সারাবাংলা/এইচআই

টানা বৃষ্টি বন্যার শঙ্কা সুনামগঞ্জ সুরমা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর