Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছাল ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২১ মে ২০২৫ ১৯:১৯

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

বুধবার (২১ মে) ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব নির্ধারিত ৮ আগস্ট তারিখের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর