Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে মারধর, প্রধান আসামির জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ২১ মে ২০২৫ ১৭:৪০

প্রধান আসামি নেহাল আহাম্মেদ জিহাদ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে লঞ্চঘাটে যাত্রা বিরতিতে থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় প্রধান আসামির নেহাল আহাম্মেদ জিহাদ ওরফে জিহাদ হাসান (২৪) এর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ মে) সকাল ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চত করেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।

জিহাদ হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর (যোগনীঘাট) এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে।

এর আগে, সোমবার (১২ মে) ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আসামি জিহাদ হাসানের জামিন শুনানি হলে আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ মে) মুন্সীগঞ্জে যাত্রাবিরতিতে থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধে মারধর করে লঞ্চে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধের প্রেক্ষিতে মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ পেনাল কোডের অন্যান্য ধারায় মুন্সীগঞ্জ থানায় জিহাদ হাসান সহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় পরের দিন শনিবার দুপুরে আসামি জিহাদ হাসান সদর থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর