Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামগঞ্জের কোরবানির চামড়া শহরে আনার বিপক্ষে চসিক মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৮:০৭ | আপডেট: ২১ মে ২০২৫ ১৯:১৮

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতে আয়োজিত সমন্বয় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো: দাম নিয়ে কারসাজি ঠেকাতে বাইরে থেকে কোরবানির পশুর চামড়া শহরে প্রবেশ ঠেকানোর পক্ষে মত দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ মে) দুপুরে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে ‘কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতে’ আয়োজিত সমন্বয় সভায় একথা বলেন মেয়র।

সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী নগরীর বাইরের চামড়া এনে দাম কমানোর অপচেষ্টায় লিপ্ত থাকেন। এতে করে বাজারে অতিরিক্ত চামড়া জমে যায়। অনেক চামড়া অবিক্রিত থেকে যায়, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। চট্টগ্রাম শহরে আশপাশের এলাকার কোরবানির চামড়া প্রবেশ বন্ধ করা গেলে স্থানীয় কোরবানিদাতারা ন্যায্য মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন। এতে অবিক্রিত চামড়া পড়ে থাকবে না, পরিবেশও দূষিত হবে না। কোরবানির ঈদের দিন এবং পরবর্তী দুই দিন নগরীতে বাইরের চামড়া যাতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’

চামড়ার বাজার নিয়ে এ কারসাজি ঠেকাতে রাজনৈতিক নেতারা, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সক্রিয় ভূমিকার পক্ষে মতো দিয়েছেন চসিক মেয়র।

এ ছাড়া কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা ও কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, ‘কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘কোরবানির দিন নগরী দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের ইতোমধ্যে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে, যেন চামড়া বা বর্জ্যের কারণে পরিবেশ দূষিত না হয়।’

বিজ্ঞাপন

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদফতর, পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিসিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন ও মতামত তুলে ধরেন।

সারাবাংলা/আরডি/ইআ

কোরবানির চামড়া চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর