Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের ৪৮ ঘণ্টা পর রহস্যজনকভাবে প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ২২ মে ২০২৫ ০০:১৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: ২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসিসহ ১৯৩ জনের নামে আদালতে দায়ের করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শোনেন এবং মামলাটি নথিজাত করার আদেশ দেন। টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, আদালতের বিজ্ঞ বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদীর বক্তব্য লিপিবব্ধ করেন এবং বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন। তার পর আদালত মামলাটি নথিজাতের আদেশ দেন। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন থাকল না।

এর আগে গত ১৯ মে(সোমবার) ওই আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে পক্ষপাতিত্বের অভিযোগ এনে স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোটচুরির নির্বাচন আখ্যায়িত করে দায়ের করা মামলাটি বাদী প্রত্যাহার করে নিয়েছেন। ১৯ মে দায়েরকৃত মামলায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নির্বাচন সংশ্লিষ্ট মোট ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সর্বশেষ বুধবার বাদী মামলাটি প্রত্যাহারের অাবেদন করেন।

বিজ্ঞাপন

মামলার বাদী ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান বলেন, ‘ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মামলাটি প্রত্যাহার করতে বলেছেন।’ তবে প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির ওপর মহল থেকে নেওয়া হয়েছে কি না তা পরিষ্কার করেননি বাদী।

ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, তিনি কাল সারাদিন ঢাকায় ছিলেন। মামলাটি প্রত্যাহার হবে এমন কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বসে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, ২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিইসি, তৎকালীন রিটার্নং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি কিছু জানেন না।

উল্লেখ্য, ২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে এ ঘটনার প্রতিকারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভূঞাপুরের অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ মে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর উপজেলা আমলি আদালতে দ বিধির ১৪৭/৩২৩/৩৮৬/৩৭৯/৪২০/৫০৬(!!) তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলাটি (সিআর নং-২১৩/২৫) দায়ের করেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ প্রত্যাহার মামলা রহস্যজনক শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর