কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং পয়েণ্টে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা ও বিমানবাহিনী।
বুধবার (২১ মে) দুপুরে সম্পন্ন হওয়া প্রশিক্ষণ রোববার (১৮ মে) সকালে শুরু হয়েছিল। এতে অংশ নেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণ কর্মী।
প্রশিক্ষণে দুর্যোগপূর্ণ অবস্থায়, বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং সমুদ্রসংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, ‘আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় মার্কিন সেনা ও বিমানবাহিনীর একটি দল এই প্রশিক্ষণ পরিচালনা করেন। আজ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ দেওয়া হয়েছে।’

মার্কিন সেনাবাহিনীর সদস্যরা
তিনি আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে। এতে আমাদের উদ্ধারকর্মীদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’
এদিকে প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়। বিষয়টি নিয়ে তানহারুল ইসলাম বলেন, ‘তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই ফিরে যাচ্ছেন।’