Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ৬ ইউপি চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২১ মে ২০২৫ ২২:২২

আটক ছয় ইউপি চেয়ারম্যান।

গাইবান্ধা: জেলার ফুলছড়ি উপজেলার ছয় ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা শেষে তাদের আটক করা হয়।

উপজেলার সাত ইউপি চেয়ারম্যানের মধ্যে শুধুমাত্র উদাখালী ইউপি চেয়ারম্যান আল-আমিন ছাড়া অপর ছয় ইউপি চেয়ারম্যানকে উপজেলা পরিষদ চত্বর থেকে আটক করা হয়। এরা হলেন- কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা শালু, উড়িয়া ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তাফা কামাল পাশা, ফজলুপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সদস্য আনছার আলী মন্ডল, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজহারুল হান্নান মন্ডল, গজারিয়া ইউপি চেয়ারম্যান, সাবেক জাসদ নেতা খোরশেদ আলী খান খুশু ও এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দ।

এ সময় চেয়ারম্যান আল-আমিন কৌশলে মিটিং শেষ হবার আগেই সটকে পড়েন। তাকেও আটক করার দাবিতে একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পরে আটকদের গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ ঘটনাটি আইনগত প্রক্রিয়াধীন। এ বিষয়ে কথা বলা যাবে না।’

সারাবাংলা/এসডব্লিউ

ইউপি চেয়ারম্যান আটক