ঢাকা: ভর্তুকি কমাতে সারাদেশে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতা ও ট্রাকসেলের মাধ্যমে বিক্রয় করা তেল, ডাল ও চিনির দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত টেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ মে) থেকে নতুন বর্ধিতমূল্যে পণ্য বিক্রি শুরু করবে সংস্থাটি।
টিসিবি জানায়, বর্ধিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার তেল ১০০ টাকার পরিবর্তে ১৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা এবং প্রতি কেজি চিনি ৭০ টাকার পরিবর্তে ৮৫ টাকায় বিক্রি করা হবে। অর্থাৎ প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও প্রতি কেজি চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে।
টিসিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যে কোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাকসেলে। দেশব্যাপী প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে ওইসব পণ্য বিক্রি হবে। ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ২২ মে থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে। ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল থাকবে প্রতিটি ট্রাকে। ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল বিক্রি হবে।