ঢাকা: সারা দেশের মাধ্যমিক পর্যায়ের প্রায় ২৮ হাজার স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, কাউন্সেলিং এবং বুলিং প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বুধবার (২১ মে) মাউশির লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশনের প্রকল্প পরিচালক অধ্যাপক শিপন কুমার দাস গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় ২০২৬ সালের অর্থ্যাৎ নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মানসিক স্থাস্থ্য উন্নয়ন, কাউন্সেলিং, এবং বুলিং প্রতিরোধে মাধ্যমিক ও মাদরাসার প্রায় ১ লাখ ১৮ হাজার ৯৮০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রায় ২৮ হাজার স্কুল ও মাদরাসা এ প্রশিক্ষণের আওতায় পড়বে। প্রতি প্রতিষ্ঠান থেকে গড় প্রতি ৪ জনকে দেওয়া হবে প্রশিক্ষণ। প্রতিটি জেলাতে শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হবে। টানা ১০-১২ দিন চলবে শিক্ষকদের এ প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলার সময়ে দেওয়া হবে সম্মানি ভাতা।
বিশ্বব্যাংকের সহযোগিতায় চালু হওয়া ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পটি’ বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। ৫ বছর মেয়াদি এ প্রকল্পে থাকছে, শিক্ষকদের মান উন্নয়নে ট্রেনিং, মাধ্যমিক পর্যায়ে বুলিং প্রতিরোধে ৫১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন; ৬ হাজার ৯২৮টি স্কুল ও ৩ হাজার ৪১২টি মাদরাসার প্রতিটিতে ২টি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন।
এ ছাড়াও ১৮ হাজার ৮৯৪টি স্কুল, ৯ হাজার ২৯১টি মাদরাসা, স্কুল অ্যান্ড কলেজ ১ হাজার ৪২০টিতে হবে লাইব্রেরি উন্নয়ন; ৩০ হাজার ৫৮৫ জন শিক্ষককে দেওয়া হবে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ; ব্লেন্ডেড লার্নিং বিষয়ে প্রশিক্ষণ পাবেন ৬০ হাজার ৪৮০ জন শিক্ষক ও ২৭ হাজার ১৮০ জন নতুন শিক্ষককে দেওয়া হবে বেসিক প্রশিক্ষণসহ থাকছে বেশকিছু প্রশিক্ষণ। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রকল্প ২০২৮ সালের মধ্যে সব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।