Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক মানুষকে সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৯:৪১

ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুর: ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ক্যাম্পটির উদ্বোধন করেন।

পাঁচজন বিশিষ্ট চক্ষু চিকিৎসক পাঁচ শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে ফারিয়ান ইউসুফ, কবিরুল ইসলাম সিদ্দিকী, ডা. মোস্তাফিজুর রহমান শামীম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা তারেক রহমানের ৩১ দফার নিশ্চিতকরণের লক্ষ্য তুলে ধরে সাবেক এমপি ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সেবামূলক অবদানের প্রশংসা করেন। চক্ষু ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা ও ওষুধ প্রদান শেষে অপারেশন রোগীদেরকে আলাদা সময় কামাল ইউসুফ স্মৃতি সংসদের নিজস্ব খরচে ঢাকায় নিয়ে অপারেশন করানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

ফ্রি চক্ষু ক্যাম্প