Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্য হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

ঢাবি করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২০:০২ | আপডেট: ২২ মে ২০২৫ ০০:১৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতর হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে।

বুধবার উপাচার্য কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে সাম্যর পিতা মো. ফকরুল আলম সন্তোষ প্রকাশ করে জানান, মৃত্যুর ঘটনা তদন্ত ও এ সংক্রান্ত আইনি এবং অন্যান্য প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত ধারাবাহিক পদক্ষেপ ও সার্বিক সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেছে পরিবার। প্রশাসনের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই এস. এ. এম. আমিরুল ইসলাম, এস. এ. এম শরীফুল আলম ও এস. এ. এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে আমরা সকল প্রকার রাজনীতির বাইরে থাকতে চাই ‘

তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সাম্যর পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতা করা হবে। তিনি সাম্যর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমপি

গ্রেফতার সাম্য হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর