Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২০:০৭ | আপডেট: ২২ মে ২০২৫ ০০:১৬

বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ওয়ারীর ধোলাইখাল এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে ধোলাইখাল জোড়পুল লেনের বাসায় এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত জান্নাতের নানী নাসরিন বেগম জানান, নিজেদের বাড়ির নিচ তলায় থাকে জান্নাতের চার ভাইবোনসহ বাবা-মা। তার বাবা মো. সুমন ওয়ার্কশপে কাজ করেন। সন্ধ্যায় কাজে ছিলেন তিনি। এ সময় বাসায় ভাইবোনদের সঙ্গে খেলছিল জান্নাত। তখন বিদ্যুৎ ছিল না। খাটের উপর বসে ফ্রিজের সংযোগ দেওয়া বিদ্যুতের প্লাগের পাশে খেলছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে খাট থেকে নিচে পড়ে যায় জান্নাত। সঙ্গে সঙ্গে শিশুটিকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হলে মারা যায় শিশুটি।

তাদের ধারণা, বিদ্যুতের প্লাগে হাত দেওয়ায় সেখান থেকে বিদ্যুতায়িত হয়েছিল জান্নাত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান,বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল সে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

বিদ্যুৎস্পৃষ্ট শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর