Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫ ২০:২৭ | আপডেট: ২২ মে ২০২৫ ০০:১৬

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আরব আমিরাত

সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শারজাহতে আজ মুখোমুখি দুই দল। প্রথম দুই ম্যাচের মতো সিরিজ নির্ধারণী ম্যাচেও টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।

প্রাথমিকভাবে সিরিজটা ছিল দুই ম্যাচের। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ পেছানোয় আরব আমিরতের বিপক্ষে বাড়তি এক ম্যাচ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় পায় আরব আমিরাত। এই জয়ে সিরিজে সমতা ফেরায় তারা।

বিজ্ঞাপন

সিরিজের শেষ ম্যাচে একাদশে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা ও তানভির ইসলাম। দলে ঢুকেছেন পারভেজ ইমন, মাহেদি হাসান ও হাসান মাহমুদ।

আরব আমিরাত একাদশেও এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ জাওয়াদুল্লাহ ও আরুনাশ শর্মা। দলে ঢুকেছেন ইথান ডিসুজা ও আকিফ রাজা।

বাংলাদেশ একাদশ– লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মাহেদি হাসান ও হাসান মাহমুদ

আরব আমিরাত একাদশ- মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আকিফ রাজা, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, মোহাম্মদ জোহাইব, হায়দার আলি, ইথান ডিসুজা, মতিউল্লাহ খান ও সাহির খান।

সারাবাংলা/এফএম

টস বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর