ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান। তাই তাকে যেতে দেওয়া হচ্ছে।
বুধবার (২১ মে) বিকেল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন। এ সময় তৌহিদ হোসেন সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।
কয়েকদিন ধরে পররাষ্ট্র সচিবের অপসারণ সংক্রান্ত একটি বিষয় গুঞ্জন ছড়িয়েছে? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপসারণের কোনো বিষয় নাই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজেই এ পদ থেকে সরে যেতে চান। তাই আমরা তাকে যেতে দিচ্ছি। দুয়েকদিনের মধ্যেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।’
তিনি কি চাকরি ছাড়ছেন নাকি বরখাস্ত করা হচ্ছে? জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিনি চাকরি ছাড়বেন কেন তার পদ পরিবর্তন হচ্ছে। চাকরি ছাড়া বা বরখাস্ত কোনোটাই নয়। দুয়েকদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন। নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন সেটিও জানতে পারবেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত বৈঠক হয়েছে। যেখানে সচরাচর পররাষ্ট্রের কেউ থাকেন না? পুলিশ প্রধানের থাকার কথা থাকলেও তিনি ছিলেন না? আসলে বিষয়টি কী? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নানান আলোচনা হয়েছে। বর্ডার নিরাপত্তা ইস্যু ছিল, সেজন্য আমাকে ডাকা হয়েছিল।’
ভারতের স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি বন্ধ করা হয়েছে? বাণিজ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে, তার অবস্থা কী? জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘গতকাল চিঠি পাঠানো হয়েছে। উত্তর আসতে সময় লাগবে। তবে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখভাল করছে।’
ভারতের সঙ্গে অনেক চুক্তি হয়েছে। এসব চুক্তিকে বলা হচ্ছে, আওয়ামী লীগের তাবেদারি। যদি তাই হয় তাহলে সেগুলো বাতিল করছেন না কেন বা জনসম্মুখে আনছেন না কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, এমইউ হয়েছে। সেগুলো তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে বিগত সময়ে। তার মধ্যে কিছু চুক্তি রয়েছে সেগুলো দু’পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে। আমরা তো কোনোটাই বাতিল করিনি। আমরা চাই সবকিছু নিয়ম অনুযায়ী হোক।’
৬ মে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে, যাতে পুশ ইন বন্ধ করা হয়? সেটির অবস্থা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা দিল্লির সঙ্গে যোগাযোগ রক্ষা করছি, যাতে তাদের পুশ ইন কার্যক্রম বন্ধ করে।’
যেসব ভারতীয় নাগরিককে পুশ ইন করা হয়েছে তাদের কি পুশ ব্যাক করা হবে? এর জবাবে তৌহিদ হোসেন বলনে, ‘এ সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নেই। তবে আমরা নরমালি পুশ ব্যাক করি না। এক্ষেত্রে ভারতীয় নাগরিক যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের নাগরিককে ফেরত নিতেই হবে।’