ঢাকা: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন এই সরকার নিরপেক্ষ নয়, তা সবার সামনে উন্মোচিত হলো। আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারব।
বুধবার (২১ মে) রাতে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘একটি নতুন দল গঠন হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। তাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেছে। বিএনপি যাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা মদদ দিচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সেটাই মানতে হবে। নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কী আশা করা যায় যে, এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?’
তিনি আরও বলেন, ‘আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক। কিন্তু সরকারে থেকে এসব করা যাবে না।’
আন্দোলনকারীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘পেছনে ফেরার কোনো সুযোগ নাই। যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না।’
এদিকে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থক ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফলে সবধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে নগর ভবনে।