Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যমুনার সামনে ইশরাকের অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২১:২২ | আপডেট: ২২ মে ২০২৫ ০০:১৫

নেতাকর্মীদের নিয়ে যমুনার সামনে বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আশপাশের সবগুলো সড়ক লোকে লোকারণ্য হয়ে গেছে। হেয়ার রোড, মৎস্য ভবনের মোড়, কাকরাইল ও সার্কিট হাউজ সড়কসহ সব দিক থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে যমুনা। এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২১ মে) সন্ধ্যার পর থেকেই সেখানে ইশরাকের পক্ষে ও উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন তার সমর্থকরা।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা বেস্টনিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য।

আদালতের রায় অনুযায়ী তাকে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ নাগাদ নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন ইশরাক হোসেনের সমর্থকরা। বুধবারও দিনভর মৎস্য ভবনের মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন ইশরাক। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না তার সমর্থকরা।

নেতাকর্মীদের নিয়ে যমুনার সামনে বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সারাবাংলা

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

সারাবাংলা/ইউজে/এইচআই

ইশরাক প্রধান উপদেষ্টার বাসভবন মেয়র যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর