Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জায়গা উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২১:৪১

ঢাকা: রাজধানীর মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় পানি উন্নয়ন বোর্ড ঢাকার অধিগ্রহণকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০০ একর জায়গা উদ্ধার করা হয়।

বুধবার (২১ মে) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারনের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মিরপুর বেড়ীবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিমি ৮ দশমিক ৫০ (পঞ্চবটি) হতে কিমি ১৪ দশমিক ০ (গোড়ান-চটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালীন মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।

পানি উন্নয়ন বোর্ডের জায়গার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/জেআর/এইচআই

পানি উন্নয়ন বোর্ড ভ্রাম্যমাণ আদালত মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর