Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২২:০৮ | আপডেট: ২২ মে ২০২৫ ১৭:০১

আসাদ আলম সিয়াম

ঢাকা: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে এক মাসের মধ্যে ঢাকা ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বৃহস্পতিবার (২২ মে) থেকে ছুটিতে যাওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীতে ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে তাকে দেশে ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

এক মাস সময় কেন প্রয়োজন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন রাষ্ট্রদূত হঠাৎ করে কর্মরত দেশ ত্যাগ করতে পারে না। নিয়ম অনুযায়ী ওই দেশের নীতি-নির্ধারকদের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রদূত দেশ ত্যাগ করেন।’

বিজ্ঞাপন

এদিকে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে সচিব পদমর্যাদায় উন্নীত করার জন্য এসএসবিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

অন্যদিকে ১১ ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব করা হচ্ছে। আগামী মাসের ২০ তারিখে অবসর-পূর্ব ছুটিতে যাবেন। ওই দিবস বা তার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিব হিসাবে কাজ করবেন বলে জানিয়েছে আরেকটি সূত্র।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (২১ মে) জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আগামী দুয়েকদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজে থেকে দায়িত্ব পালন করা থেকে অপারগতা প্রকাশ করেছেন মো. জসীম উদ্দিন।

সারাবাংলা/ইউজে/এইচআই

আসাদ আলম সিয়াম পররাষ্ট্র রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর