Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সাংবাদিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২২:২১ | আপডেট: ২১ মে ২০২৫ ২২:২২

আটক ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সাংবাদিক

সাতক্ষীরা: জেলার শ্যামনগরে চাঁদাবাজির সময় তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তারা ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছিল।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা নামীয় বেকারিতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন‒ জেলার কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামে শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামে আবু সাইদের ছেলে জয় সরদার (৩০) ও রাজধানীর উত্তরা এলাকার আবুল খায়েরর ছেলে ফারুক হোসেন (৪৫)।

পুলিশ জানায়, আটকরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে ভুয়া মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। তাদের কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া পরিচয় পত্র, মোবাইল ফোন, একটি ভিডিও ক্যামেরা ও একটি প্রাইভেট কার জব্দ করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ‘ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে তারা উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারি থেকে ৩ হাজার টাকা আদায় করে। এ সময় আরও বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয় জনতা তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে।’

সারাবাংলা/এইচআই

চাঁদাবাজি প্রতারক ভুয়া ম্যাজিস্ট্রেট ভুয়া সাংবাদিক সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর