Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় অবৈধভাবে পাথর-বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২২:৩১

পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও শালবাহান ইউনিয়নের ফসলি জমি কেটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ এই অভিযান পরিচালনা করেন অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহন মিনজি।

দণ্ডপ্রাপ্তরা হলেন— তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে সাকিল সালেক (৩৫) ও একই উপজেলার শালবাহান ইউনিয়নের গোবরাগছ এলাকার সোলেমান আলীর ছেলে কাবুল হোসেন (৪১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকায় একটি অ্যাক্সকেভেটর ও দুটি ট্রাক্টরের মোট চারটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় শ্রমিকদের সর্দার শাকিল সালেককে আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, শালবাহান ইউনিয়নের সানু বালাবাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রমিকদের সর্দার কাবুল হোসেনকে একই আইনের আওতায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার ব্যবহৃত ট্রাক্টরের একটি ব্যাটারিও জব্দ করা হয়।

অভিযানে মোট পাঁচটি ব্যাটারি জব্দ করে সেগুলো থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির ভুতিপুকুর বিওপি ক্যাম্প কমান্ডার ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশের একটি দল।

অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, ‘ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

কারাদণ্ড পঞ্চগড় পাথর-বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর