Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে ৪ গ্রামের মানুষের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২২:৪৪

কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়নের ৪ গ্রামের শত শত মানুষ গ্রামীণ সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত জফরপুর, কুন্ডলী, ব্রাহ্মণজাত ও বেজগাতির ভুক্তভোগী চার গ্রামের আয়োজনে জামতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তার ‘অবহেলিত জনপদ, উন্নয়ন চাই, বঞ্চনা নয় স্লোগান দেন।

বক্তারা বলেন, ‘কেন্দুয়ায় কান্দি উড়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বেজগাতি ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এই রাস্তটি ৪০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন এই কাঁচা রাস্তা দিয়ে চারটি গ্রামের শত শত মানুষ যাওয়া আসা করে। বিশেষ করে বর্ষার সময় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে রাস্তাটি। তাই জনস্বার্থে এই রাস্তার সংস্কার ও পাকাকরণ অতীব জরুরি। এজন্য রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি করেন তারা।’

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. খায়রুল ইসলাম, হাঁস খামারি মো. সন্তোষ মিয়া, কৃষক কাশেম মিয়া, এমদাদুল হক পাপ্পু, আউয়াল মিয়াসহ স্কুলের শিক্ষার্থী, এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সারাবাংলা/এইচআই

কেন্দুয়া মানববন্ধন রাস্তা পাকাকরণ