ঢাকা: আইটেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন সিটি ১০০। মাত্র ১১ হাজার ৯৯০ টাকার মূল্যে বাজারে আসা এই স্মার্টফোনটি নতুন প্রজন্মের জন্য তৈরি। অত্যাধুনিক এআই প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স- সব মিলিয়ে সিটি ১০০ তরুণদের জন্য দিচ্ছে স্টাইল, স্মার্টনেস ও স্পিডের এক অনন্য অভিজ্ঞতা।
বুধবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘সুপার ফান, সুপার স্ট্রং’- এই স্লোগান ধারণ করে আসা সিটি ১০০ কেবল একটি ডিভাইস নয়, এটি তরুণদের ডিজিটাল স্টাইল স্টেটমেন্ট। ৭.৬৫ মিমি প্রিমিয়াম ইউনিবডি ফ্রেমে তৈরি এই ফোনটি তার স্লিম ও স্লিক লুকে নজর কাড়বে সহজেই। ফোনটির ৬.৭৫ ইঞ্চির আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট ব্রাইটনেস ও ৮৩ শতাংশ রঙের ব্যাপ্তি দিনের আলোতেও চোখধাঁধানো ভিজ্যুয়াল নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ হাজার ২০০ এম্পিয়ার ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে সিটি ১০০-এ, যা নিশ্চিত করে দিনভর ব্যবহার ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা।