Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উপলক্ষ্যে অফার নিয়ে এলো অনার

সিনিয়র করেসপন্ডেন্ট 
২১ মে ২০২৫ ২৩:০৫

ছবি: সংগৃহীত

ঢাকা: ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে চমৎকার ঈদুল আজহা লটারি ক্যাম্পেইন নিয়ে এসেছে অনার বাংলাদেশ। এ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার। অনার বাংলাদেশের এ ঈদ ক্যাম্পেইন চলবে ঈদুল আজহার দিন পর্যন্ত।

বুধবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ক্যাম্পেইনের অধীনে, অনুমোদিত কোনো অনার ব্র্যান্ড শপ থেকে অনার স্মার্টফোন বা ট্যাবলেট কিনে অংশগ্রহণ করা যাবে বিশেষ এ লটারি ক্যাম্পেইনে। ক্রেতাদের জীবনযাত্রাকে স্মার্ট ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে থাকছে ইলেকট্রিক স্কুটারসহ চমকপ্রদ সব উপহার। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার, অনার প্যাড এক্স৯ এলটিই, ডিপ ফ্রিজার, অনার ব্যাকপ্যাক, অনার এক্স৭ লাইট বাডস সহ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এ বিষয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঈদুল আজহা আসে ভালোবাসা, একসঙ্গে উদযাপন ও ত্যাগের বার্তা নিয়ে। আমরা চাই এই উৎসবের আনন্দ আমাদের প্রিয় ক্রেতাদের মাঝেও ছড়িয়ে দিতে; আর সে জন্যই আমরা ব্যতিক্রমধর্মী এ ক্যাম্পেইন নিয়ে এসেছি। ইলেকট্রিক স্কুটারসহ ক্যাম্পেইনের পুরস্কারগুলোর মাধ্যমে আমরা ক্রেতাদের জীবনে গতি নিয়ে আসতে চাই; একইসঙ্গে উপহারগুলোর ক্রেতাদের স্টাইল বাড়িয়ে তুলতেও ভূমিকা রাখবে। আমরা ঈদের সেরা অফারগুলো উপভোগে ক্রেতাদের আমন্ত্রণ জানাই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘অনারের ডিভাইস কিনে প্রিয়জনকে উপহার দিন স্মার্ট ডিভাইস। আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, চমৎকার সফটওয়্যার ও অসাধারণ ফিচারের অনার স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে হাতের নাগালেই, সঙ্গে রয়েছে দারুণ সব পুরস্কার জয়ের সুযোগ। তাই, এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ অনার ব্র্যান্ড শপ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

অনার